Khoborerchokh logo

করোনা সংক্রমণরোধে মোটরসাইকেলে একজনের বেশি নয়: ডিএমপি 145 0

Khoborerchokh logo

করোনা সংক্রমণরোধে মোটরসাইকেলে একজনের বেশি নয়: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো আরোহী বহন করা যাবে না। এ নির্দেশনা মেনে চলতে রাজধানীবাসীকে বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সোমবার (২৮ জুন) রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ করা যাচ্ছে, মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছেন। কেউ কেউ পেশাগত কারণে রাইড শেয়ার করে থাকেন। ফলে, একই হেলমেট বিভিন্ন মানুষ ব্যবহার করছেন। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এ অবস্থায় করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে রাজধানীতে চালক ছাড়া অন‌্য আরোহী নিয়ে মোটরসাইকেল চলাচল নিরুৎসাহিত করছে পুলিশ। এর ব্যতিক্রম ঘটলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
করোনাভাইরাসের বিস্তার রোধে ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনকালে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com